প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের শুরু থেকে কারচুপি ও কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল দেয়ার অভিযোগে বিভিন্ন জেলায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন দলেন বিদ্রোহী ও বিরোধী ও প্রতিপক্ষ দলের প্রায় অর্ধশত প্রার্থী।
কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নে সকাল থেকে ভোট ডাকাতির অভিযোগে বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী ফিরোজ খান চৌধুরী ভোট বর্জন করেছেন।
বরিশাল: বেলা ১২টার দিকে সহিংসতা এবং ক্ষমাতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলে বিএনপিসহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন ১২ চেয়ারম্যান প্রার্থী। ভোট শুরু হওয়ার এক ঘণ্টার মাথায় হিজলা উপজেলায় বিএনপির ৪ প্রার্থী একযোগে বর্জনের ঘোষণা দেন। এরা হলেন- উপজেলার মেমানিয়া ইউনিয়নে আফসার উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়নে মনজুর কবীর, গুয়াবাড়িয়া ইউনিয়নে আলী আহমেদ হাওলাদার এবং বড়জালিয়া ইউনিয়নে খলিলুর রহমান।
সেইসাথে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান, উজিরপুরের শাপলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন ও আগৈলঝাড়ার বাকলি ইবুনিয়নের স্বতন্ত্র প্রার্থী লাবনী আক্তারও ভোট বর্জনের ঘোষণা দেন।
অপরদিকে, কেন্দ্র দখল, জাল ভোট দেয়া ও কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে মেহেন্দিগঞ্জের দড়িজর খাজুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বেলা সোয় ১২টার দিকে বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন রাঢ়ীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
পাবনা: বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের বিএনপি প্রার্থী শামসুর রহমান সমেজ দুপুর ১২টায় নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মিরোজ হোসেন ও তার সমর্থকরা জোর করে নৌকা প্রতীকে সিল মারছে, বিএনপি প্রার্থীর সমর্থকদের মারপিট করছে, এজেন্টদের বুথ, কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।
পটুয়াখালী: বগা ইউনিনের স্বতন্ত্র প্রার্থী এমএস ইউসুফ, ঝুলিয়ার বিএনপি সমর্থিত জব্বার মৃধা, কেশবপুরের স্বতন্ত্র প্রার্থী তসলিম তালুকদার, কালাইয়ার বিএনপি মনোনীত নূর হোসেন, কনকদিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত প্রার্থী, গজালিয়া স্বতন্ত্র প্রার্থী নাইমূল ইসলাম ও কালিসুরির বিএনপির রায়হান জব্বার ভোট বর্জন করেন।
ভোলা: সদরের বাপ্তা ও বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা হলেন- ভোলা সদরের বাপ্তা ইউনিয়নের বিএনপি প্রার্থী হাসান তৌফিক রিহিন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নুরুল আমিন নীরব ও একই ইউনিয়নের বিএনপির প্রার্থী শেখ সাদী হাওলাদার।
খুলনা: জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে পুলিশি পাহারায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ করে ভোট বর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জুলফিকার আলী খান জুলু। তিনি অভিযোগ করেন, ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আশরাফুজ্জামান বাবুল সকাল ৮টা ৫ মিনিটের মধ্যে সব কেন্দ্র দখল করে নেন। বিএনপির এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। পুলিশ বাইরে থেকে তাদের পাহারা দিচ্ছে।
নরসিংদী: জেলায় অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে ডাঙ্গা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলহাজ সৈয়দ ইকবাল ভোট বর্জন করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
ঝালকাঠী: ব্যাপক অনিয়ম, কারচুপি, ভোটকেন্দ্র দখল ও এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে রাজাপুরের তিন ইউনিয়নে বিএনপিসহ ৩ প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জনকারীরা হলেন- ২নং শুক্তাগড় ইউনিয়নের বিএনপি প্রার্থী তালুকদার আবুল কালাম আজাদ, ৩নং রাজাপুর সদর ইউনিয়নের প্রার্থী জি এম কামরুল আলম (সগির মাতুব্বর), এবং ১নং সাতুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হেমায়েত হোসেন নুরু মিয়া।
লক্ষ্মীপুর: জেলার কমলনগরের ৪ ইউনিয়নে বিএনপির প্রার্থীরা ভোট বর্জন করেছেন। বর্জনকারী বিএনপির প্রার্থীরা হলেন- হাজিরহাট ইউনিয়নের ফরহাদ হোসেন মিয়া, চরফলকন ইউনিয়নের আবদুল ওদুদ হাওলাদার, পাটোয়ারীরহাট ইউনিয়নে অধ্যাপক জামাল উদ্দিন তালুকদার ও তোরাবগঞ্জ ইউনিয়নে মো. মোসলেহ উদ্দিন।