নিজস্ব প্রতিবেদক
ডেইলি কক্সবাজার ডটকম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির মামলায় কুতুবদয়িা উপজলো চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীসহ চার বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ করা হয়ছে।
তারা রোববার দুপুরে কক্সবাজার জেলা জজ আদালতে আত্মসর্মপণ করে জামনি চাইলে জেলা জজ মীর শফিকুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদরে কারাগারে পাঠানোর নিদের্শ দেন। জামনি না মঞ্জুর হওয়া অন্য আসামীরা হলনে- কুতুবদয়িা আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যপন ও নুরুল বশর চৌধুরীর ছোট ভাই ফিরোজ খান চৌধুরী, কুতুবদয়িা উপজেলা বিএনপির সাংগঠনকি সম্পাদক এমএ সালাম কুতুবী, কুতুবদয়িা উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসনে ভুট্টো।
উল্লখ্যে ২০১৩ সালে প্রকাশ্যে জনসভায় আসামীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের হত্যা এবং ঘর-বাড়ী জ্বালিয়ে দেয়ার হুমকি দেন। এরই প্রেক্ষিতে শ্রমিকলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সম্প্রতি আসামীদরে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। রোপববার তারা আদালতে আত্মসর্মপন করে জামিন চাইতে যান। মামলার বাদী পক্ষরে আইনজীবী এডভোকটে মঈনউদ্দনি তথ্যরে সত্যতা নিশ্চিত করনে।