কুতুবদিয়ায় ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দাখিলকৃত ৩০২ প্রার্থীর মধ্যে ২৯৯ জন প্রার্থীর মনোনয়ন পত্র গত মঙ্গলবার ও বুধবার বাছাই শেষে বৈধ বলে জানিয়েছে নির্বাচন অফিস। একজন চেয়ারম্যান প্রার্থী সহ দু‘জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। উপজেলার ৬ ইউনিয়নে ৩০ জন চেয়ারম্যান প্রার্থী,৬১ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২০৮ জন সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়ন বৈধ হলো।
আলী আকবর ডেইল ও লেমশীখালী ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মো.বেনজির আহমদ বলেন,আলী আকবর ডেইল ইউনিয়নে আ‘লীগ,বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত ৩ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও কাইমুল ইসলাম নামের একজন প্রার্থী নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। দলীয় কেন্দ্রীয় হাই কমান্ডের প্রত্যায়ন পত্র না থাকায় গতকাল বুধবার বাছাইয়ে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এ ছাড়া একই ইউনিয়নে (১,২,৩) ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে ১জন এবং লেমশীখালী ইউনিয়নে (১,২,৩) ওয়ার্ডে ৫ জনের মধ্যে ১ জন মহিলা প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে বলে জানান তিনি।
উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫,মহিলা সদস্য প্রার্থী ৯,সাধারণ সদস্য প্রার্থী ৩৪,দক্ষিণ ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬,মহিলা সদস্য ৯,সাধারণ সদস্য ৩৫,লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬,মহিলা সদস্য ১২,সাধারণ সদস্য ৪০,কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫,মহিলা সদস্য ৯,সাধারণ সদস্য ২৯,বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান ৫,মহিলা সদস্য ৯,সাধারণ সদস্য ৩৪, আবং আলী আকবর ডেইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৩,মহিলা সদস্য ১৩,সাধারণ সদস্য প্রার্থী ৩৬ জন। আগামী ২ রা মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বলে উপজেলা নির্বাচন অফিসার প্রভাত বড়–য়া জানিয়েছেন।