কুতুবদিয়ায় গলায় ফাঁস লাগিয়ে রাসেল দাস নামের এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার(৩ফেব্রুয়ারী) ভোর রাতে উপজেলার বড়ঘোপ বিদ্যুৎ মার্কেট এলাকায় আত্মহত্যার ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়,বিদ্যুৎ মার্কেট এলাকার হিরনরঞ্জন দাসের পুত্র রাসেল দাস(১৪) বুধবার ভোর রাতে মায়ের মোবাইল ফোনটি দাবি করলে মা সেটি না দিয়ে স্থানীয় শুটকী মহালে মাছ বাছার কাজে চলে যান। বাড়িতে কিছুটা মস্তিক বিকৃত বাবা একাই ছিলেন। এ সুযোগে ঘরের দরজা বন্ধ করে চালের সাথে রশি বেধে রাসেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বেশ অনেকক্ষণ পর প্রতিবেশিরা টের পেয়ে রাসেল কে ঝুলন্ত থেকে নামিয়ে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.আব্দুল্লাহ আল হাসান রাসেলকে মৃত বলে জানান।
থানার অফিসার ইনচার্জ(ওসি) অং সা থোয়াই বলেন, সার্বিক বিষয় বিচেনা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যাকারী কিশোর রাসেলের মা-বাবা,স্থানীয় ইউপি চেয়ারম্যান,উপজেলা নির্বাহি কর্মকর্তা মহোদয়ের সর্বসম্মত সিদ্ধান্তে পোষ্টমর্টেম ছাড়া মরদেহ সৎকারের ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।