কুতুবদিয়ায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দক্ষিণ ধুরং ও উত্তর ধুরং ইউনিয়নে পৃথক এ ঘটনা দুটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২ টার দিকে দক্ষিণ ধুরং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়ার ফরিদুল আলমের সাড়ে ৩ বছরের শিশু পুত্র ইলিয়াছ বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়। প্রায় আধা ঘন্টা পর তার লাশ পুকুর থেকে ভেসে ওঠে। একই দিন বিকাল ৩টায় উত্তর ধুরং মনছুর আলী হাজীর পাড়া গ্রামে জিয়াবুল করিমের এক বছরের কন্যা লাভলী খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়।