কুতুবদিয়ায় টেম্পু দূর্ঘটনায় এক এসএসসি‘র ফলপ্রার্থী নিহত ও এক বৃদ্ধ আহত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদর বড়ঘোপ রোমাই পাড়া নামক স্থানে সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায, মঙ্গলবার সকালে পূর্ব আলী আকবর ডেইল থেকে বড়ঘোপের দিকে আসা একটি যাত্রীবাহি টেম্পু রোমাই পাড়া নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টেম্পোটি উল্টে যায়। এ সময় টেম্পুর যাত্রী মুজাহিদুল ইসলাম (১৮), পুতুন্যার পাড়ার মো. ছৈয়দ (৬৫) গুরতর আহত হন। তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মুজাহিদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মুজাহিদ স্থানীয় আলী আকবর ডেইল চৌধুরী পাড়া গ্রামের সামসুল আলমের পুত্র। সে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারে এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, তার সহপাঠি, শিক্ষার্থী, এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনার পর থেকে বড়ঘোপ টু আলী আকবর ডেইল রুটে টেম্পু চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।