কুতুবদিয়া উপজেলায় ২২ মার্চ অনুষ্টেয় নির্বাচনী প্রচার-প্রচারণায় আচরণবিধি লংঘনের হিড়িক চলছে। পোষ্টারে দলীয় প্রধানের ছবি, দেয়ালে পোষ্টার ষাটানো, গভীর রাত পর্যন্ত পথ সভা, লাউড স্পীকারে উস্কানীমূলক শ্লোগান-বক্তব্য, প্রতিদ্বন্ধি প্রার্থীকে ভয়-ভীতি প্রদর্শন, মশাল-লাটি মিছিল ও কালো টাকায় ভোট কেনার ঘটনায় নির্বাচনী মাঠে অসহায়ত্বের শিকার জনপ্রিয় প্রার্থীরা। এ ভীতিকর পরিস্থিতির পরিবর্তন না হলে সুষ্ট নির্বাচন আশা করা যায়না বলে সাধারণ প্রার্থী-ভোটারদের প্রতিক্রিয়ায় জানা গেছে।
এ অবস্থায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ জানিয়েছেন গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দ¦ীপের প্রত্যন্ত এলাকায় অভিযান চালিয়ে আচরণবিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৩ চেয়ারম্যান প্রার্থীকে ৫১ হাজার টাকা জরিমানা করেন। এদের মধ্যে অধিকাংশ নৌকা ও ধানের শীষের প্রার্থী বলে জানা গেছে।