কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান নুরুল বশর চৌধুরী বরখাস্ত
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬
২৩২
বার পড়া হয়েছে
কক্সবাজার রিপোর্ট :
কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম নুরুল বশর চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুর নাহারের এক সাক্ষরিত প্রজ্ঞাপনে ওই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরীর বিরুদ্ধে ২০১৩ সালের ২২ জুন কুতুবদিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালত তা গ্রহন করেন। যেহেতেু নুরুল বশর চৌধুরীর নামে করা অভিযোগটি আদালত কতৃক গৃহিত হয়েছে সেহেতু তিনি উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (সংশোধিত) আইন, ২০১১ এর ১৩খ (১) ধারা অনুসারে কুতুবদিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থ পরিপন্থি। তাই তাকে তাঁর পদ থেকে সাময়িক বহিষ্কারাদেশ জারি করা হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন জানান,বিধিমালা অনুযায়ী দায়িত্বভার হস্তান্তর করা হবে।