কুতুবদিয়া চ্যানেলে ভাসমান অজ্ঞাত পরিচয়ের একটি যুবকের লাশ উদ্ধার করেছে কুতুবদিয়া থানা পুলিশ। গত রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের চ্যানেল থেকে লাশটি খবর পেয়ে উদ্ধার করা হয় বলে থানা সূত্র জানিয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) অং সা থোয়াই বলেন, রবিবার রাতে উত্তর ধুরুং ইউনিয়নের সমুদ্র চ্যানেল থেকে উদ্ধারকৃত অর্ধগলিত লাশের বয়স আনুমানিক ৩৫/৩৮ বছর। তার পরনে জিন্সের প্যান্ট ও ফুলসার্ট ছিল।
লাশটির প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর সোমবার ময়না তদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।