কুতুবদিয়া দক্ষিণ ধুরুং অলীয়ে কামেল হযরত শাহ আব্দুল মালেক আল কুতুবী(রহ:)এর মাজার প্রাঙ্গন কুতুব শরীফ দরবারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার(২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে দরবারে স্টোর বিভাগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কুতুব শরীফ দরবার সূত্র জানায়,গতকাল মঙ্গলবার বিকালে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মালামাল ষ্টোর ভবনে আগুন লেগে যায়। এ সময় দরবার কর্তৃপক্ষ সহ স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে প্রায় এক ঘন্টা পর নেভাতে সক্ষম হন। অগ্নিকান্ডে ১৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে কুতুব শরীফ দরবারের প্রধান পরিচালক শাহজাদা শেখ ফরিদ জানিয়েছেন। তবে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শোকরিয়া প্রকাশ করেন তিনি।
মাজার প্রাঙ্গণে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত উপজেলা নির্বাহি অফিসার সালেহীন তানভীর গাজী,থানার অফিসার ইনচার্জ(ওসি) অং সা থোয়াই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার,দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ,সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী সহ স্থানীয় গণ্য-মান্য ব্যক্তিরা ঘটনা স্থল পরিদর্শনে যান।