এটাই হয়তো প্রকৃতির নিয়ম। আজ যে রাজা কাল সে ভিখারী। কাল সবাই যাকে হৃদয়ের রাণী বলে মানতো সময়ের পরিবর্তনে সেই চক্ষুশূল হয়ে যায়। মারিয়া শারাপোভার ক্ষেত্রেও এমনটাই হয়েছে।
আক্ষেপটা ছিল, সবাই থাকলেও এবারের উইম্বলডনে নেই মারিয়া শারাপোভা। ডোপিংয়ে অভিযুক্ত এই রাশিয়ান টেনিস সুন্দরীর অনুপুস্থিতি আয়োজকদেরও আক্ষেপে পোড়াচ্ছে।
কিন্তু বাকি নারী টেনিস তারকারা স্বস্তি অনুভব করছেন তার না থাকাতে! অনেকেই মনে করছেন শারাপোভা অহংকারী, সে উইম্বলডন খেলতে এসে কখনোই কারও সঙ্গে কথা বলত না।
স্লোভাকিয়ার ডমিনিকা সিবুলকোভার কাছে জানতে চাওয়া হয় এবারের উইম্বলডনে শারাপোভার না থাকাটাকে কতটুকু মিস করছন তিনি। উত্তরে রীতিমতো বিস্ময়ের সৃষ্টি করেন এই তারকা।
‘আমার কাছে সে খুব অপছন্দের একজন মানুষ। সে অহংকারী, দাম্ভিক। তার পাশে বসে থাকলেও কখনো কথা বলতো না সে।’
একই কথা বলেন পোল্যান্ডের রাদাওয়ানাস্কাও ‘টুর্নামেন্ট নিয়ে কথা বলুন, আয়োজকদের নিয়ে বলুন বা আনোর অনেক নারী তারকা আছে তাদের নিয়ে কথা বলা যেতে পারে। তাকে ছাড়া পৃথিবীতে আরো অনেক কিছু নিয়ে কথা বলা যেতে পারে।’