বলিউডের তিন খান সালমান, শাহরুখ ও আমিরের বিপরীতে অভিনয় করেছেন এমন অভিনেত্রীর সংখ্যা খুবই কম। তাদের মধ্যে একজন হলেন ‘চিকনী চামেলি ‘ খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি এ অভিনেত্রী বলিউডের তিন খানকে নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
সালমান প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, সালমান খুবই শক্তিশালী মানুষ। ও সবসময় চায় নিজেকে সবার কাছে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে। ওকে দেখে বোঝা যায় না, সালমান ঠিক কী ভাবছে। শারীরিক শক্তি আর চুপ থাকাটাই সালমানের সবথেকে ইতিবাচক দিক।
শাহরুখ সম্পর্কে ক্যাটরিনার মন্তব্য, শাহরুখ খান খুবই জ্ঞানী মানুষ। ও কথা বলে একেবারে কবিদের মতো। আর অবশ্যই বলতে হবে এসআরকের এনার্জির কথা। মানুষটা কখনও ক্লান্ত হয় না।
সবশেষে ক্যাট বলেছেন আমির খানের কথা। তিনি বলেন, আমিরের মতো প্রস্তুতি নিতে কাউকে দেখি না। যেমন শারীরিকভাবে। তেমনই মানসিকভাবে। কাজের প্রতি আমিরের যে একাগ্রতা, তা আর কারও মধ্যে নেই।
সম্প্রতি ইনস্টাগ্রামে এসে ঝড় তুলে তুলেছেন ক্যাটরিনা। গত ২৭ এপ্রিল ইনস্টাগ্রাম যাত্রা শুরুর ২৪ ঘণ্টা হতে না হতেই পাঁচ লাখেরও বেশি মানুষ তার প্রোফাইল ফলো করতে শুরু করেছেন বলে জানা গেছে।