বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিভিন্ন কমিটিতে পরিবর্তন এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর সাবেক ক্রিকেটার আকরাম খানকে বিসিবি পরিচালনা বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো। এরপর গত বছর অক্টোবরে তারই সতীর্থ নাঈমুর রহমান দুর্জয়ের কাছে পরিচালনা বিভাগের চেয়ার হারিয়েছিলেন তিনি।
আবার নিজের চেয়ার ফিরে পেলেন চট্টগ্রামের সাবেক এই ক্রিকেটার। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘আমাদের স্ট্যান্ডিং কমিটিগুলো আমরা ৩-৪ মাস পর পর পরিবর্তন করার চেষ্টা করছি। ক্রিকেট পরিচালনা বিভাগে দুর্জয়ের পরিবর্তে আকরাম খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও বেশকিছু জায়গায় পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন দুইজন ঢুকেছেন কমিটিতে। টুর্নামেন্ট কমিটিতে সাইফুল ইসলাম স্বপন দায়িত্ব পালন করবেন। এছাড়া ডিসিপ্লিন কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে আ জ ম নাছিরকে।’
কমিটিতে সুযোগ দেওয়ার জন্য যোগ্যতা দেখা হয়, নাকি কেবল সবাই সুযোগ দেওয়াটাই গুরুত্বপূর্ণ এমন প্রশ্নে তিনি বলেন, ‘সুযোগ না দিলে তো বোঝা যাবে না। যোগ্য হলে তো কথাই নেই। সবাই ঘুরে ফিরে দায়িত্ব পাবেন। নির্দিষ্ট করে কেউ থাকছে না। যেমন জালাল ভাই। মিডিয়াতে আগামীতে তিনি নাও থাকতে পারেন। উনাকে হয়তো অন্য দায়িত্ব দেয়া হবে। মিডিয়াতে অন্য কেউ আসবে। সেটা না হলে তো প্রতিযোগিতা হবে না।’
আকরাম কি বেশি যোগ্য? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ সে রকম ব্যাপার না। আমরা এটা নিয়ে ভাবি যে, এখানে (ক্রিকেট অপারেশন্স) একজন খেলোয়াড় থাকাই ভালো। এখানে দুর্জয় আসতে পারতো। আকরাম বা সুজনও আসতে পারতো। দুর্জয় একজন সদস্য। সে আমার সঙ্গেই থাকবে। গুরুত্বপূর্ণ কাজ করবে।’