দেশ পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে ক্ষমতা ছাড়তে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতা ছেড়ে সরকারকে জনগণের সরকার প্রতিষ্ঠায় সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।
আজ বেলা সাড়ে ১১টায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান নিজ বাসা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছান। এসময় তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময়কালে খালেদা জিয়া বলেন, গত কয়েকদিনে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর যারা গ্রেফতার হয়েছে, পরবর্তীতে তাদের পরিচয় জানার পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু, কেন? অপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। খালেদা জিয়া বলেন, এভাবে অপরাধীদের ছেড়ে দেওয়া হলে অপরাধ আরও বাড়বে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাদের ধরে আইনের আওতায় আনতে হবে।
খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন- কূটনীতিক, বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী ও সব শ্রেণী পেশার মানুষ।