খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমাণ পাঠাগার ‘লাইব্রেরী অন হুইলস’ বা চাকার উপর পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়ার কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সফিকুর রহমান। পাহাড়ে আলোকিত মানুষ গড়তে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন এই ব্যতিক্রমধর্মী ভ্রাম্যমাণ এ পাঠাগার চালু করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম, খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো. মজিদ আলীসহ জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্বোধন শেষে চট্টগ্রাম এরিয়ার কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সফিকুর রহমান বলেন, শিশু কিশোরদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিশ্ব জগতের বিভিন্ন লেখকের বই সর্ম্পকে পরিচিত করতে এই উদ্যোগ। এতে করে পাহাড়ের শিশু কিশোরদের মনে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার আগ্রহ সৃষ্টি হবে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল স ম মাহবুব উল আলম বলেন, ভ্রাম্যমাণ পাঠাগারটি জেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে গিয়ে শিশু কিশোরদের মাঝে পাঠ্য বইয়ের পাশাপাশি শিশুতোষ গল্প, ছড়াসহ বিভিন্ন বই পড়ার সুযোগ করে দিবে।
পরে সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়ার কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সফিকুর রহমান খাগড়াছড়ি সেনা রিজিয়নের ভেতরের ছয়টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
বিকেলে চেঙ্গী গল্ফ মাঠে দ্বিতীয় প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়ার কমান্ডার (জিওসি) মেজর জেনারেল সফিকুর রহমান। টুর্নামেন্টে দেশের বিভিন্ন ক্লাব থেকে গলফাররা অংশগ্রহণ করেছেন।