দেশের মানুষের মধ্যে এখন এক ধরনের ভীতি কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, ‘বাংলাদেশে এখন এক ধরনের ভীতি গ্রাস করেছে।’
দুদু বলেন, ‘আজ সরকার প্যারোল বলে একটি জিনিস প্রচার করছে। প্যারোলের জন্য নাকি আমরা (বিএনপি) আবেদন করব, বেগম জিয়ার পরিবার আবেদন করবে, বিএনপি আবেদন করবে। সেটা নাকি আবার স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিবেচনা করবে। বিবেচনা যখন করবেন তাহলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে পঙ্গু করে রেখেছেন কেন? সেখানে জামিন দিলেই তো উনি (খালেদা জিয়া) বের হতে পারেন। আসলে বেগম খালেদা জিয়া ও বিএনপিকে ছোট করতে এই প্যারোলের নামে নাটক করা হচ্ছে।’
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে কৃষক দলের আহ্বায়ক দুদু এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুগ্মমহাসচিব হাবিবুন-নবী খান সোহেলসহ সব বন্দীদের মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে চেতনা বাংলাদেশ।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘যিনি নারী ও কৃষকের পক্ষে কাজ করেছেন, শিক্ষা, শিল্প, সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে কাজ করেছেন সেই নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তাকে ভিত্তিহীন মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। এমন নেতাকে আটকে রাখা মানে গণতন্ত্রকে আটক রাখা। তাকে আটক রাখার অর্থ মৌলিক অধিকারকে আটকে রাখা।’
সংগঠনের সভাপতি শামিমা রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকমল বড়ুয়া, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মিয়া মো. আনোয়ার, খলিলুর রহমান ইব্রাহিম ও জাহাঙ্গীর আলম প্রমুখ।