গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজারের চকরিয়া উপজেলার আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ.আই.সি.টি.আর.সি.ই) এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্টানিকভাবে এই সেন্টারের উদ্ধোধন করেন।
এ উপলক্ষ্যে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন “মোহনায়” এক অনুষ্টানের আয়োজন করেন চকরিয়া উপজেলা প্রশাসন।
সকাল থেকে রিসোর্স সেন্টারটি উদ্বোধন করার জন্য উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকতারা উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্টানে অংশ নেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো:রফিকুল হক, চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খান, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া পৌরসভার মেয়র প্রার্থী উপজো আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
এছাড়া অনুষ্টানে উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী প্রতিষ্টানের কর্মকর্তা , চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংবাদিক মনজুর আলম, এম.মনছুর আলম ও এনজিও প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সুত্র জানায়, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ১২৫টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন উদ্ধোধন করেন।