গত ১৭ জানুয়ারী রোববার গর্জনিয়া বড়বিল থেকে অপহৃত হাসান-হোছাইনকে হত্যাকারীদের ফাঁসি ও নিজদের নিরাপত্তা চেয়ে গতকাল ২৪ জানুয়ারী সকাল ১১টায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঐতিহাসিক শাহ্ সূজা সড়কে মানব-বন্ধন অনুষ্টিত হয়। দীর্ঘ ১ কিলোমিটার এ মানব-বন্ধন আয়োজন করেন- গর্জনিয়া ইউপি চেয়্যারম্যান তৈয়ব উল্লাহ চৌধুুরী সহযোগীতায় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্টান সমূহ। প্রধান অতিথির বক্তব্য রাখেন- তৈয়ব উল্লাহ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও কচ্ছপিয়া কে.জি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ, গর্জনিয়া বিশিষ্ট আওয়ামীলীগ নেতা হাবিব উল্লাহ্ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক বড়বিলের মোঃ ইউনুছ, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কায়সার জাহান চৌধুরী, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক আবু মুছা কুতুবী, বিএনপি নেতা মুহিবুল্লাহ্ চৌধুরী জিল্লু, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবে যুগ্ন সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী। যে সব প্রতিষ্টান অংশ নেন গর্জনিয়া উচ্চ বিদ্যালয়, গর্জনিয়া বোমাংখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়, গর্জনিয়া বিদ্যাপীঠ ও শিখন স্কুলের কয়েক’শ শিক্ষার্থী এবং শত এলাকাবাসী।