সরকার কিংবা যে কেউ কারও ফেসবুক অ্যকাউন্ট থেকে তথ্য চুরি করতে চাইলে সে ব্যাপারে ব্যবহারকারীকে আগেই সতর্ক করে দেবে ফেসবুক। ফেসবুকের চিফ সিকিউরিটি অফিসার অলেক্স স্টেইমাস ফেসবুক ব্লগে এ খবর নিশ্চিত করেছেন।
ব্লগে তিনি লেখেছেন, ‘কেউ যদি আপনার ফেসবুক অ্যকাউন্ট থেকে তথ্যু চুরি করার চেষ্টা করে, সেটা হোক কোনো গোষ্ঠী কিংবা সরকার; আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। আর এটি আজ থেকেই শুরু হবে।’
অবশ্য ফেসবুক থেকে তথ্য চুরি কিংবা কেউ হ্যাক করার চেষ্ট করছে এটা ফেসবুক কিভাবে নিশ্চিত হবে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেনি।
এর আগেও গোয়েন্দাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার কথা উল্লেখ করে স্টেইমাস বলেন, ‘আমরা আগেও তথ্য চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছি। তবে এ কাজটি আমরা কিভাবে করে থাকি সেটা বলতে পারবো না।’