চকরিয়ায় অপহরণের ৪৮ ঘন্টা পর অপহৃত হেফজখানার শিশু ছাত্র মোহাম্মদ হোসেনকে (১২) জনতার সহায়তায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আটক ছিদ্দিক কক্সবাজার সদর উপজেলার পশ্চিম পোকখালী এলাকার আবদুল আজিজের ছেলে। পুলিশ জানিয়েছে, অপহৃত ওই ছাত্রকে আবাসিক হোটেলে জিম্মি রেখে বলাৎকার করেছে আটক ওই ব্যক্তি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অপহরণ হওয়া শিশু ছাত্র হোসেনকে রোববার ৬টার দিকে উপজেলার মালুমঘাট বাজার থেকে উদ্ধার করা হয়। শিশু ছাত্র হোসেন উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর ভিলেজার পাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে ও মাঝেরফাঁড়ি হেফজখানার ছাত্র।
চকরিয়া থানায় পুলিশ হেফাজতে থাকা শিশু ছাত্র হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সুরাজপুর মিফতাহুল কোরান নুরানী মাদ্রাসার বার্ষিক সভা চলছিল। সভা থেকে মাদ্রাসায় আসার পথে সুরাজপুর ব্রীজ এলাকায় পৌছলে পূর্ব থেকে ওৎপেতে মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আমার মুখ চেপে ধরে আমাকে গাড়িতে তুলে মালুমঘাট নিয়ে যায়। পরে মালুমঘাট বাজারে নজরুল বোর্ডিংয়ে রুমে তালা মেরে আমাকে আটকে রাখে। তাকে বলাৎকার করে। রোববার সন্ধ্যা ৬টার দিকে তাকে নাস্তা করার জন্য বোর্ডিংয়ের নিচে হোটেলে নিয়ে যায়। এসময় আটকিয়ে রাখার ঘটনাটি কৌশলে হোটেলে থাকা লোকজনকে জানালে তারা অপহরণকারী আবু বক্করকে আটকে করে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর পেয়ে ওইসময় চকরিয়া থানার এসআই মহির উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে ওই ছাত্রকে উদ্ধার ও জড়িত ব্যক্তিকে গ্রেফতার করেন।
শিশুটির বাবা মোস্তাফিজুর রহমান বলেন, আমার ছেলে সভায় যাওয়ার পর মাদ্রাসা ও ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করি। এতেও সন্ধান না পেয়ে ঘটনাটি এলাকার জনপ্রতিনিধি ও পুলিশকে অবহিত করি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম খান বলেন, ছেলেকে অপহরণ ও বলাৎকারের অভিযোগে বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।