চকরিয়ায় আগর বাগান থেকে জয়নাল আবেদিন (১৪) নামের এক শিশু শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ডুলাহাজারার মালুমঘাট বাজারের নিকটবর্তী আগার বাগান থেকে উদ্ধার করা শিশু হোটেল শ্রমিক । নিহত জয়নাল আবেদিন ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালীর হারুনুর রশিদের ছেলে এবং ডুলাহাজারা বাজারের জমজম হোটেল নামের একটি হোটেলের শ্রমিক।
স্থানীয় জনগণ ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার বিকালে মালুমঘাট আগর বাগানের পূর্ব পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা। পরে কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.মাসুদ আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে লাশটি ডুমখালীর হারুনুর রশিদের ছেলে। উদ্ধার করা শিশু শ্রমিকের মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানায়।তবে, কে বা কারা এবং কি উদ্যোশে শিশু শ্রমিককে হত্যা করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কামরুল আজম বলেন, উদ্ধার হওয়া লাশটি ডুমখালীর হারুনুর রশিদের ছেলে বলে জানা গেছে। মারা যাওয়া জয়নাল পেশায় একজন হোটেল শ্রমিক। বিকাল ৪টার দিকে জয়নালের লাশ উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।