চকরিয়ায় ইজিবাইক (টমটম) এর ধাক্কায় মোহাম্মদ শাকিব (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বদরখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতশাকিব আমিরখালী পাড়ার সৈয়দ উল্লাহর ছেলে এবং বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বদরখালী ইউপির চেয়ারম্যান নুরে হোছাইন জানান, বাসা থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ইউপি কার্যালয়ের সামনে একটি টমটম সাকিবকে ধাক্কা দেয়। এতে ছিটকে গিয়ে ইউপি কার্যালয়ের সীমানা প্রাচীরের সঙ্গে লেগে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। টমটমটি আটক করা হয়েছে।