চকরিয়ার হারবাং ইউনিয়নে মোহাম্মদ বাবুল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাবুল ওই এলাকার আশরাফ মিয়ার ছেলে বলে জানা গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় নিজ বাড়ীর অদুরে রাস্তার পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
হারবাং পুলিশ ফাঁড়ির আইসি এসআই দেবাশীষ সরকার জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হারবাংয়ের কোরবানিয়াঘানা এলাকায় যুবকরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়।
তিনি আরো জানায়, বাবুলের দুই স্ত্রী রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। তার পুরুষাঙ্গে আঘাত রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম খান জানান, হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।