কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৫ পুরিয়া গাঁজাসহ বাদশা মিয়া প্রকাশ গাঁজা বাদশা (৭০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চকরিয়া থানার এসআই মোহাম্মদ মহির উদ্দিন খান তাকে আটক করে। আটককৃত গাঁজা ব্যবসায়ী বাদশা মিয়া উপজেলার মালুমঘাট চা-বাগান এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।
পরে গাঁজাসহ আটক বাদশা মিয়াকে চকরিয়ার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের দপ্তরে উপস্থাপন করা হলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, আটককৃত বাদশা মিয়া দীর্ঘদিন ধরে পানের দোকানের আড়ালে গাঁজা ব্যবসা করে আসছিল। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছরের সাজা প্রদান করায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক বাদশা মিয়া আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।