চকরিয়ায় ভূমি বিরোধ নিয়ে বিবাদমান দু’পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইসময় একপক্ষের লোকজন ফাঁকা গুলি বর্ষণ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির পাশাপাশি এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে গুরুতর জখম করেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় ঘটেছে এ সংঘর্ষের ঘটনা। চলে বিকেল ৫টা পর্যন্ত। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে দুই পক্ষের লোকজন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের মেম্বার কামাল উদ্দিন বলেন, বিকালে হঠাৎ গুলি বর্ষণের আওয়াজ শুনে তাৎক্ষনিক ঘটনাটি থানা পুলিশকে অবহিত করি। পুলিশ ঘটনাস্থলে পৌছলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ইউনিয়নের চরপাড়া এলাকায় প্রায় দুই একর জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদির ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার বিকালে ইউনুছের পক্ষের লোকজন ওই জমিতে চাষ করছিল। ওইসময় ভাড়াটে দুর্বৃত্তদের নিয়ে প্রতিপক্ষ নাছিরের লোকজন হামলা চালায়। ঘটনার সময় তারা ১২-১৪ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় তাদের রাম দা’য়ের কোপে তিনজন আহত হন। তাদের মধ্যে ইউনুছ আহমদ (৪০) ও তার ভাই ফরিদুল আলমকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জহিরুল ইসলাম খান বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।