শুক্রবার সকালে বাড়িতে পরিবার সদস্যদের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে উর্মি জন্নাত (১৫) নামের এক দাখিল পরীক্ষার্থী। উর্মি পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের দিগরপানখালী গ্রামের মোহাম্মদ ইব্রাহিম প্রকাশ মনুর মেয়ে। তিনি চকরিয়া মজিদিয়া মাদরাসা থেকে চলতিবছর দাখিল পরীক্ষা দিচ্ছিল।
পরিবারের বরাত দিয়ে এসআই সুকান্ত চৌধুরী বলেন, লাশ উদ্ধারের সময় গলার নীচে আঘাতে চিহৃ পাওয়া গেছে। তবে ওই সময় তার মা-বাবা মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক বলে জানিয়েছে। তিনি বলেন, গলার নীচে আঘাতের চিহৃ থাকায় লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, পৃথক দুটি ঘটনায় লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নিহতের পরিবার পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পরবর্তী আইনী প্রদক্ষেপ নেওয়া হবে।