করিয়া থানার পুলিশ চিরিঙ্গা ইউনিয়নের চরন্দ্বীপ চিংড়ী জোন এলাকায় অভিযান চালিয়ে এক দাগী সন্ত্রাসীকে দুইটি এক নলা বন্দুক সহ আটক করেছে। তার বিরোদ্বে অসংখ্য মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুত্র জানায়,চকরিয়ার চিংড়ী জোনের চরন্দ্বীপ এলাকায় একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে এ ধরনের খবর পেয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম খান ও ওসি (তদন্ত) কামরুল আযমের নেতৃত্বে ২০/৩০জন পুলিশ মঙ্গলবার চরন্দ্বীপ ডুলখালী পাড়া গ্রামের মৃত শামশুল আলমের বাড়ী ঘেরা ও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ও পুলিশ ওই বাড়ীর মালিক শামসুল াারমের পুত্র আবুল কালাম (৩৫)কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরী দুইটি লম্বা বন্দুক ও ১৫রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। তার বিরোদ্বে অসংখ্য মামলা রয়েছে পুলিশ জানিয়েছে।