চকরিয়া পৌরসভা নির্বাচনে দুটি নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের আবুল হোসেন নামের এক কাউন্সিলর প্রার্থীকে ১০হাজার টাকা অর্থ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার বাঁশঘাটা এলাকায় অভিযান চালিয়ে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম এ আদেশ দেন। অভিযানের সময় আদালতের সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহিরুল ইসলাম খান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান সহকারী তপন কান্তি পাল জানান, সোমবার সন্ধ্যায় পৌরসভার ৮নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। ওই সময় কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন একটি নির্বাচনী ক্যাম্প স্থাপনের নিয়ম থাকলেও তা অমান্য করে দুটি ক্যাম্প করায় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। অভিযানের পর বন্ধ করে দেয়া হয় একটি ক্যাম্প।