গত বছর ২২ সেপ্টেম্বর সকালে চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের স্টেশনপাড়ার বাড়ি থেকে রাজমিস্ত্রীর কাজে যান হেলাল উদ্দিন (১৮)। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরেননি। গত ৫ মাস ধরে বিভিন্ন স’ানে সন্ধান করেও তার হদিস মিলছে না। এ অবস’ার কারণে তার পরিবারে চলছে চরম উদ্বেগ ও আতঙ্ক। এ ঘটনায় ওই যুবকের মা রাশিদা বেগম বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ যুবক হেলাল উদ্দিনের মা রাশিদা বেগম বলেন, গত বছরের ২২ সেপ্টেম্বর সকালে প্রতিদিনের মতো তার ছেলে হেলাল কর্মস’লে রাজমিস্ত্রির কাজ করতে যায়। কিন’ এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি। ছেলের সন্ধানে সম্ভাব্য বিভিন্ন এলাকায় ইতোমধ্যে খোঁজখবরও নিয়েছেন।
তিনি বলেন, এলাকায় আমার পরিবারের সাথে বা আমার ছেলের সাথে কারো কোনো ধরনের শত্রুতা নেই। কিন’ কি কারণে আমার ছেলে নিখোঁজ হয়েছে তা জানতে পারছি না। অনেক দিন তার জন্য অপেক্ষা করেছি। তবে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় অবশেষে গত ২২ ফেব্রুয়ারি এ ব্যাপারে চকরিয়া থানায় একটি জিডি দায়ের করেছি। আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই আমার ছেলেকে উদ্ধারে প্রয়োজনে ব্যবস’া নেওয়ার জন্য।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ঘটনার ৫ মাস পরই থানায় ওই যুবকের মা জিডি আকারে বিষয়টি জানিয়েছেন। তারপও নিখোঁজ যুবকের খোঁজ পেতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা চলছে।