চকরিয়ায় জলমহালের পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়াস্থ ঢেমুশিয়া বদ্ধ জলমহালে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম মো. আবদুল কাইয়ুম (২)। সে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক গ্রামের আবদুর রহিমের পুত্র। কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শরীফ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।