চকরিয়ার ইসলামনগর এলাকায় বনবিভাগের জায়গা দখলে নিয়ে অবৈধ বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
স’ানীয় বনকর্মীদের সুযোগে সমীর ধর নামে এক ব্যক্তি গত কয়েক মাস আগে সড়কের পাশে বনবিভাগের বিপুল জায়গা দখলে নিয়ে প্রথমে ঘেরাবেড়া ও পরে বসতি নির্মাণ করেছে। বর্তমানে এসব জায়গা প্লট আকারে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের টাকা। এ অবস’ার কারণে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের নলবিলা বনবিটের অধীন ইসলামনগর এলাকাটি বর্তমানে অনেকটা বেদখল হয়ে যাচ্ছে।
স’ানীয় লোকজন জানায়, দীর্ঘ দুযুগ আগে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এখানে বনবিভাগের জায়গা দখল-বেদখলের ঘটনা শুরু হয়। কিন’ মাঝপথে জবরদখল চেষ্ট বন্ধ থাকলেও গত ৪-৫ মাস আগে মহাসড়কের পাশে ইসলামনগর এলাকায় নতুন করে জবরদখলের ঘটনা শুরু হয়।
স’ানীয় লোকজনের দাবি, সমীর ধর নামে এক ব্যক্তি থানা পুলিশকে ব্যবহার করে মহাসড়কের একেবারে পাশে বনবিভাগের জায়গা দখলে নিয়ে সেখানে রাতারাতি অবৈধ স’াপনা নির্মাণ করছে। প্রথমে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাবেড়া দিলেও পরে সুযোগ বুঝে দখলে নেয়া জায়গায় বসতি নির্মাণ করেন। ইতোমধ্যে অভিযুক্ত সমীর ধর অনেক পরিবারকে বনবিভাগের জায়গা বিক্রি করেছে। অবশিষ্ট জায়গা প্লট আকারে বিক্রি করার অপচেষ্টা চালাচ্ছে।
জানতে চাইলে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শাহ-ই-আলম বলেন, ফাসিয়াখালী রেঞ্জের ইসলামনগর এলাকায় বনবিভাগের জায়গায় নতুন করে কেউ অবৈধ স’াপনা নির্মাণ করে থাকলে অবশ্যই এগুলো অভিযান চালিয়ে উচ্ছেদ করা হবে। এ ব্যাপারে বনবিভাগের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া নেয়া হবে। এতে দখলবাজরা যতই দাপটশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।