চকরিয়ায় বালতির পানিতে ডুবে মোহাম্মদ মোস্তাকিম নামের দুই বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিন কাকারা গ্রামে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা।
নিহত শিশু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তার মুত্যুর এ ঘটনায় এলাকায় লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানতে ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউনিয়নের নতুন চেয়ারম্যান শওকত ওসমান বলেন, শিশু ছেলে মোস্তাকিমকে বাড়ির সামনে উঠানে বালতির পানিতে খেলতে দিয়ে তার মা বাড়ির ভেতর কাজ করছিলো। ওইসময় পরিবারের অন্যদের অগোচরে শিশুটি খেলার ছলে পানিতে ডুবে মারা যায়। তিনি বলেন, এ ঘটনায় এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়ায় আ:লীগ নেতা ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কাছে নাজেহাল উপজেলা মৎস কর্মকর্তা