চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় বাস চাপায় বীমা কর্মকর্তা এসএস ফিরোজ মিয়া (৫০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মিয়া চট্টগ্রামের রাউজান উপজেলার হিমতলা দক্ষিণ ইন্দ্রলা এলাকার নুরুল ইসলামের ছেলে ও ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স বাশঁখালী শাখার ম্যানেজার ।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটর সাইকেল নিয়ে কর্মস্থল চকরিয়া থেকে বাশঁখালী যাচ্ছিলেন। মহাসড়কের কলেজ গেইট এলাকায় চট্টগ্রাম মুখি সৌদিয়া বাস পেছন দিকে থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হয় ফিরোজ মিয়া।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই আবুল হাশেম বলেন, নিহত ফিরোজ মিয়ার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পলাতক রয়েছে।