ব্যাপক উৎসাহ- উদ্দিপনার মধ্যে দিয়ে বিদ্যা দেবী স্বরস্বতী তথা বানী অর্চনা পূঁজা শুরু হয়েছে কক্সবাজারের চকরিয়ায়।
শুক্রবার পৌর শহরের চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরে জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে গীতাঞ্জলী সেবা সংঘের উদ্যোগে ২ দিন ব্যাপী এই পুঁজা উৎসব শুরু হয়। প্রতি বছর শ্রী পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্টিত হয়।
চকরিয়া গীতাঞ্জলী সেবা সংঘের সভাপতি সমাপন দে ও সাধারণ সম্পাদক ইমন দাশ জানান, প্রতি বছরের মতো এবারও আমরা শ্রী শ্রী বানী অর্চনা পূঁজার আয়োজন করেছি। এই উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। আজ শনিবার সকাল ৮ টায় স্বরস্বতী মায়ের পূঁজা এবং হোমযজ্ঞ শেষে পুষ্পাঞ্জলী প্রদান করা হবে। কাল রবিবার দুপুরে মায়ের বির্সজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে মায়ের পুজা।