চকরিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের কাছে উপস্থাপন করলে আদালত প্রত্যককে ১’শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। এসময় জুয়াড়িরা তাদের অপরাধ স্বীকার করে জরিমানার টাকা আদায় করে ছাড়া পান।
আটককৃত জুয়াড়িরা হলেন- মোহাম্মদ শাহিন, ফজল করিম, বাদশা, বশির আহমদ, মঞ্জুর আলম, হাবিবুর রহমান, বদি আলম, মনছুর আলম, আবুল কালাম, আহমদ নবী, বাদশা, শফি আলম ও আলাউদ্দিন। তাদের প্রত্যকের বাড়ি চকরিয়া পৌরশহরে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম খান বলেন, গত সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করা হয়। মঙ্গলবার তাদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে আদালত প্রত্যককে ১’শ টাকা করে অর্থদন্ড দেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।