চকরিয়ায় শতাধিক শিশু হাসপাতালে ভর্তি, একজনের মৃত্যু
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
২৩১
বার পড়া হয়েছে
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় বেড়ে গেছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগির সংখ্যা। অন্যদিন যেখানে সর্বোচ্চ ১৫জন শিশু ভর্তি থাকতো সেখানে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগি ভর্তির সংখ্যা ছিল প্রায় শতাধিক। এসব শিশুর বেশিরভাগ নিউমোনিয়ায় আক্রান্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভর্তি থাকা এসব শিশুর প্রত্যেককে আলাদা শয্যা দিতে না পারায় এক শয্যায় দুই-তিনজন করেও ভর্তি রাখা হয়েছে।
এদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক শিশুকে হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। অভিভাবকেরা শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শিশুটির বাড়ি চকরিয়ার কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর গ্রামে। তবে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনজুর আলম ওই শিশুর নাম জানাতে পারেননি।
মাত্র ৯দিন বয়সের আকিব হোসেন নামের এক শিশুকে গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মা শামীমা ইয়াছমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে খুটাখালী ইউনিয়নের হাজিপাড়া থেকে। নিউমোনিয়ায় আক্রান্ত এই শিশুকে হাসপাতালে আনার পর শয্যা দিতে না পারলেও ভর্তি দেখিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে গতরাত পর্যন্ত ওই শিশুর অবস্থা তেমন আশঙ্কামুক্ত না হওয়ায় মা শামীমা কোলে নিয়ে বেঞ্চের ওপর বসা ছিলেন।
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার হোছাইন মোহাম্মদ আদেল নামের তিনমাস বয়সী শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয় দুইদিন আগে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলেও শ্বাসকষ্ট না কমায় গতকাল বিকেল চারটায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এই শিশু আলাদা শয্যা না পাওয়ায় আরেক শিশুর সঙ্গে একই শয্যায় ভর্তি রাখা হয় বলে তার মা ইমু আক্তার জানান।
চকরিয়ার পূর্ব বড় ভেওলার ঈদমণি লালব্রিজ এলাকার ৫মাস বয়সী শিশু মো. সাজ্জাদ নিউমোনিয়ায় আক্রান্ত হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিশুকে তার বাবা নুরুল আলম ও মা জুলেখা বেগম হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির অবস্থাও তেমন ভাল নয় বলে মা-বাবা জানান।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোহাম্মদ ছাবের জানান, স্বাভাবিক আবহাওয়ায় সর্বোচ্চ ১২-১৫জন শিশু হাসপাতালে আসলেও গত দুইদিন ধরে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু রোগির ভিড় বেড়ে গেছে অত্যধিক। এ কারণে হাসপাতালের সকল ডাক্তারকে আগত রোগীদের সুচিকিৎসা তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে এখনো পর্যন্ত হাসপাতালে আনার পর কোন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কোন শিশু মারা যায়নি।