চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন।
উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের পাশে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জামাল হোসেন জানান, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চকরিয়ামুখী যাত্রীবাহী ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই চারজন নিহত হন। অপর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হসপিটালে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—মোহাম্মদ তারেক (১৮) ও ডুলাহাজারা ইউনিয়নের গিয়াস উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ম্যাজিক গাড়িটি দুমড়ে মুছড়ে গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা রয়েছেন।