চকরিয়ায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসের চালকের সহকারীর ধাক্কায় মোহাম্মদ শাহজাহান (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল সংলগ্ন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান চকরিয়ার পালাকাটা এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
নিহতের ভাই আবু ছৈয়দ জানান, মামলায় হাজিরা দিতে তিশা পরিবহনের একটি বাসে করে আমরা ৬জন চকরিয়া থেকে কক্সবাজার যাচ্ছিলাম। বাসটি চকরিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে কিছুদূর যাওয়ার পর একটি ফিলিং স্টেশনে তেল নিতে থামে।
এসময় শাহজাহান বাস থেকে নেমে পড়ে। তেল ভর্তির পর চালক বাস ছেড়ে দিলে সে তড়িঘড়ি করে উঠতে যায়। এসময় চালকের সহকারী ধাক্কা দিলে শাহজাহান সড়কে উপুড় হয়ে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বাসটি পালিয়ে যাওয়ায় চালক ও সহকারীকে আটকানো যায়নি।
আবু ছৈয়দ জানান, ২০১৩ সালে এক প্রতিবেশী কর্তৃক হামলা ও আহতের ঘটনায় চকরিয়া থানায় একটি জিআর মামলা দায়ের হয়। শাহজাহান ওই মামলার বাদি ছিলেন। মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান মুরাদ জানান, শাহজাহান মুখমণ্ডল ও মাথায় আঘাত পান। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ওসি জহিরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।