চকরিয়া ডুলাহাজারা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওর রানা পাল নামের এক মাইক্রোবাস চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পালপাড়ার রতন পালের পুত্র রানা পাল (২৫) মাইক্রোবাস নিয়ে ৩০ জানুয়ারী ভোর সকালে চট্টগ্রাম যাওয়ার পথে চকরিয়ার ডুলাহাজারায় পৌছলে কক্সবাজারমুখী পাথর বোঝাই এক ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই রানা নিহত হয়। এ ব্যাপারে ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়ার ওয়ার্ড মেম্বার প্রিয় রঞ্জন পালের সাথে আজকের কক্সবাজারের এ প্রতিনিধির কথা হলে তিনি তার ভাইপো সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। এদিকে এ মৃত্যুর ঘটনায় পরিবার-পরিজনসহ আত্মীয়-স্বজনও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।