চকরিয়া কলেজ অধ্যক্ষের কক্ষে তান্ডব ও লুটপাটের ঘটনায় তদন্ত কমিটি গঠন প্রতিবাদ সভা ও বিক্ষোভ
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
২৩৯
বার পড়া হয়েছে
চকরিয়া কলেজ অধ্যক্ষের কক্ষে গভীর রাতে দুর্বৃত্তদের তান্ডবের ঘটনার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ শিক্ষক পরিষদ, উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন এ ধরণের তান্ডবকে পরিকল্পিত এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন এসব সংগঠনের নেতৃবৃন্দরা।
গতকাল শনিবার সকালে চকরিয়া কলেজ শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম শাহাবুদ্দিনের পরিচালনায় প্রতিবাদ সভায় কলেজের শিক্ষকরা গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সিদ্ধান্ত হয় এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়েরের। এছাড়াও আজ রবিবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ এবং কালোব্যাজ ধারণেরও কর্মসূচী হাতে নেওয়া হয় সভায়।
অপরদিকে কলেজ অধ্যক্ষের কক্ষে তা-ব ও লুটপাটের ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে কলেজ ক্যাম্পাসে। কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম মুবিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ এ এম আরিফুল ইসলাম চৌধুরী। এ সময় সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী বলেন, কলেজ অধ্যক্ষের কক্ষে গভীর রাতে তা-ব ও লুটপাট চালানোর বিষয়টি নিঃসন্দেহে পরিকল্পিত ঘটনা। এ ঘটনা যারাই ঘটিয়ে থাকুক, তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কোন দুর্বৃত্তচক্র এ ধরণের ঘটনা ঘটানোর সাহস না দেখায়।
চকরিয়া কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শাহাবুদ্দিন নিশ্চিত করেছেন গতকাল শনিবার কলেজে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি। তিনি জানান, এ ঘটনায় আজ রবিবার সকালে কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ এবং কালোব্যাজ ধারণ কর্মসূচী পালন করা হবে।