স্টাফ করেসপন্ডেন্ট, ডেইলি কক্সবাজার :
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীস্থ ৪টি শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রী, কর্মরত শিক্ষক কর্মচারী সমন্বয়ে মানববন্ধন সমাবেশ অনুষ্টিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী এলাকায় মানববন্ধন কর্মসুচীতে অংশ নেন তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা,কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন,আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদরাসা ও কিশলয় আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
মহাসড়কের দু’পাশে ঘন্টাব্যাপী দাড়িয়ে মানববন্ধন রচনা করে তারা।
এসময় শিক্ষা প্রতিষ্টানের প্রধানরা জঙ্গীবাদের বিরুদ্ধে বলিষ্ট ভূমিকা রাখবে জানিয়ে বলেন,বাংলাদেশ যখন একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল,ঠিক সে সময় এক অশুভ শক্তি দেশের উপর হামলে পড়েছে।
তারা বলেন, দেশের অগ্রগতি ও সুনাম নষ্ট করার জন্য হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিনিয়ত জঙ্গী হামলা চালিয়ে যাচ্ছে একটি গোষ্ঠি। আমরা এই অশুভ শক্তির কাছে মাথা নত করবনা, এ জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছু করব, সবার সঙ্গে যুক্ত হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করব।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরাও জঙ্গিবাদ দমনে অঙ্গীকারবদ্ধ হন।