স্টাফ করেসপন্ডেন্ট, চকরিয়া
চকরিয়া পৌরসভার উদ্যোগে জনগনের স্বাস্থ্য সেবা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুরু হয়েছে বেওয়ারিশ কুকুর নিধন অভিযান।
বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চলছে এ নিধন অভিযান। অভিযানের প্রথমদিনে শতাধিক কুকুর নিধন করা হয়েছে। এদিন সকালে পৌরসভার ১নম্বর গেইট এলাকায় অভিযান শুরুর প্রাক্কালে পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ বলেন, প্রতিবছরের মতো এবার পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগনের স্বাস্থ্য সেবা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য পৌরসভার পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮জুলাই) সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কুকুর নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমদিনে শতাধিক কুকুর নিধন করা হয়েছে।
তিনি বলেন, অভিযান চলাকালীন সময়ে যাতে পালিত কুকুর নিধন করা না হয় সেইজন্য পৌরসভার সকল বাসা-বাড়ির মালিককে তাদের পালিত কুকুর সমুহ কয়েকদিনের জন্য আটক রাখতে মেয়র আলমগীর চৌধুরী সকলের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।