1. arif.arman@gmail.com : Daily Coxsbazar : Daily Coxsbazar
  2. dailycoxsbazar@gmail.com : ডেইলি কক্সবাজার :
  3. litonsaikat@gmail.com : ডেইলি কক্সবাজার :
  4. shakil.cox@gmail.com : ডেইলি কক্সবাজার :
  5. info@dailycoxsbazar.com : ডেইলি কক্সবাজার : Daily ডেইলি কক্সবাজার
চকরিয়া পৌরসভার নির্বাচন : মনোনয়ন দৌঁড়ে আ’লীগের ১৫, বিএনপির চূড়ান্ত - Daily Cox's Bazar News
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ ::
ডেইলি কক্সবাজারে আপনার স্বাগতম। প্রতি মূহুর্তের খবর পেতে আমাদের সাথে থাকুন।
সংবাদ শিরোনাম ::
কট্টরপন্থী ইসলামী দল হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ: এসএডিএফ কক্সবাজারের আট তরুণ তরুণীকে ‘অদম্য তারূণ্য’ সম্মাননা জানাবে ঢাকাস্থ কক্সবাজার সমিতি Job opportunity বিশ্বের সবচেয়ে বড় আয়না, নাকি স্বপ্নের দেশ! আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লীগের পেকুয়ায় পুলিশের অভিযানে ৮০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার-১ পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন টেকনাফে একটি পোপা মাছের দাম হাঁকাচ্ছেন সাড়ে ৭ লাখ টাকা ! কক্সবাজারের টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ আটক-১ নিউ ইয়র্কে মেয়র কার্যালয়ে শহীদ মিনার নির্মাণ নিয়ে কনসাল জেনারেলের আলোচনা

চকরিয়া পৌরসভার নির্বাচন : মনোনয়ন দৌঁড়ে আ’লীগের ১৫, বিএনপির চূড়ান্ত

ডেইলি কক্সবাজার ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

porosova-electionচকরিয়া পৌরসভার নির্বাচন ২০ মার্চ। সেদিন চকরিয়ার চতুর্থ পৌর পিতা নির্ধারিত হবে । এ নিয়ে এখন থেকেই চলছে আলাপ আলোচনা। ভোটের হিসাব-নিকাশ।  দলীয় প্রতিক নিয়ে নির্বাচন যেন এর সাথে যোগ করেছে বাড়তি লড়াই। নির্বাচনের চেয়েও যেন বড় লড়াই দলের মনোনয়ন।  আ’লীগ ও বিএনপির প্রার্থী কে হচ্ছেন তা দেখতেই অধীর আগ্রহে অপেক্ষা করছে সাধারন ভোটররা। আর  এ নিয়ে উৎকন্ঠায় রয়েছে সম্ভাব্য মেয়র প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে নানাভাবে সংগ্রাম করছেন মেয়র প্রত্যাশীরা। বিশেষ করে নৌকা প্রতীক পেতে উপজেলা-জেলা ছাড়িয়ে কেন্দ্রীয় পর্যায়ে লবিং-তদবির করছে সরকার দলীয় সম্ভাব্য প্রার্থীরা।  নৌকার হাল ধরতে লড়ছে ১৫ জন প্রার্থী । তবে  তৃণমূলের কর্মীরা অপেক্ষায় আছেন কেন্দ্রের নির্দেশনার। আ’লীগে ১৫ প্রার্থী হলেও বিএনপিতে চূড়ান্ত। তারপরও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় ধানের শীষ প্রতীক পেতে গোপনে কেন্দ্রে লবিং করছেন ৫ জন। ১৯৯৪ সালে চকরিয়া পৌরসভা প্রতিষ্ঠা হয়। প্রথম পর্যায়ে প্রশাসক নিয়োগ দিয়ে তৃতীয় শ্রেণির চকরিয়া পৌরসভা পরিচালিত হয়।  প্রায় ৪০ হাজার ভোটারের চকরিয়া পৌরসভার ধাপে ধাপে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হলেও নাগরিক সেবা বাড়েনি। এমনকি প্রতিষ্ঠা লগ্নের ৯টি ওয়ার্ডেই রয়ে গেছে এখনও। হয়নি ওয়ার্ড বিন্যাস। তফসিল ঘোষণার দু’মাস আগে থেকেই আওয়ামী লীগের একাধিক নেতা মেয়র পদে লড়তে আগাম প্রচারণা শুরু করেন। দিন যতই গড়িয়েছে শাসক দলের পক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থীর সংখ্যাও বেড়েছে। আওয়ামী লীগের ১৫জন নেতা মেয়র পদে মনোনয়ন পাওয়ার প্রতিযোগিতায় সামিল হন। তারা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ সাহাব উদ্দিন মাহামুদ, বিআরডিবি’র চেয়ারম্যান আলহাজ্ব সেলিম উল্লাহ, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুরুল আবচার, ষাটের দশকের ছাত্রনেতা সাংবাদিক এসএম সিরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, আলমগীর চৌধুরী, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট লুৎফুল কবির, কমিশনার সৈয়দ আলম, সাবেক ছাত্রনেতা আমিনুর রশিদ দুলাল, অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন, শফিউল আলম শফি। এদের মধ্যে পোস্টার-ব্যানার টাঙ্গিয়ে আগাম প্রচারণা শুরু করেন ফজলুল করিম সাঈদী, জাহেদুল ইসলাম লিটু, ওয়ালিদ মিল্টন, আতিক উদ্দিন চৌধুরী, সৈয়দ আলম, জামাল উদ্দিন জয়নাল, আলহাজ্ব নুরুল আবচার, আলমগীর চৌধুরী, শফিউল আলম প্রকাশ দুবাই শফি। এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা জানান, আ’লীগের মেয়র প্রার্থী এখনো চুড়ান্ত হয়নি। তৃণমূলের পছন্দের প্রার্থী তালিকা আজ তাদের হাতে আসবে। এরপর উপজেলা আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে তালিকাটি কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে যাকে চুড়ান্ত করা হবে তার জন্যই কাজ করবে জেলা আ’লীগ। আর বিএনপির মেয়র প্রার্থী তৃনমুল পর্যায়ে চুড়ান্ত । বর্তমান মেয়র পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম হায়দারকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেননি এখনো দলটি। একারণে  ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচন করতে বিএনপি’র  ৫ নেতা জেলা সহ কেন্দ্রীয় পর্যায়ে লবিং করছেন। তাদের মধ্যে রয়েছে- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম.মোবারক আলী, প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান, আবদুর রহিম, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও কুতুব উদ্দিন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী জানান, চকরিয়ার বিএনপির প্রার্থী নিশ্চিত। বর্তমান মেয়রই পাবেন ধানের শীষ প্রতীক। তবে কেন্দ্রের অনুমতির অপেক্ষায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে না। জামায়াতে ইসলাম দলীয়ভাবে নির্বাচন করতে না পারায় স্বতন্ত্র প্রার্থী হতে পারেন পৌর জামায়াতের সেক্রেটারি আরিফুল কবির। জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আনোয়ারুল এহেসান বুলু মিয়া। এছাড়াও  বাসদের নুরুল আবচার, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম এবং নাগরিক কমিটির ব্যানার নিয়ে প্রথম পৌর চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হাকিম দুলাল ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের চকরিয়া শাখার সদস্য সচিব পৌর কাউন্সিলর লক্ষণ কান্তি দাশ নির্বাচন করতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় প্রচারণায় সামিল হওয়া সম্ভাব্য প্রার্থীর বিশাল বহর থাকবে না বলে স্থানীয় অভিজ্ঞ মহলের অভিমত। শেষঅবধি তিন-চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এদিকে মনোনয়ন প্রত্যাশীদের দেওয়া ব্যানার ফেষ্টুন আজকের মধ্যে সরিয়ে ফেলার মধ্যে নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচন অফিস। এ বিষয়ে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, আজ তিনি চকরিয়া পরিদর্শনে যাবেন। যদি সেখানে গিয়ে বিকাল ৫টার পর মনোনয়ন প্রত্যাশীদের ব্যানার ফেষ্টুন দেখতে পান তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবেন।

শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 Dailycoxsbazar
Theme Customized BY Media Text Communications