চকরিয়া বরইতলীতে দোকান কর্মচারি এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টায় দোকান মালিক তার দোকান থেকেই কর্মচারির মৃতদেহ উদ্ধার করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। সূত্রে জানা গেছে, উপজেলার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফতেহআলী সিকাদারপাড়ার জনৈক নুরুল কবিরের পুত্র রিয়াজ উদ্দিন (১৪) একই ইউনিয়নের শান্তিবাজার স্টেশনে মাস্টার আবদুস সালাম পরিচালনাধীন সালাম স্টোরে ৪বছর ধরে কর্মচারি হিসেবে কর্মরত ছিল। কর্মচারি রিয়াজ উদ্দিনের মাতা নুর আয়েশা বেগম জানান, ঘটনার কয়েকদিন আগে রিয়াজ উদ্দিনকে নানান অজুহাতে মারধর করেছে দোকানের সওদাগর মাস্টার আবদুস সালাম। ওই সময় দোকান থেকে সে বাড়িতে চলে যায়। পরিবারের উপার্জক্ষম পিতা নুরুল কবিরের দুটি কিডনী নস্ট হয়ে যাওয়ায় জীবিকার তাগিদে মাতা আশেয়া বেগম তাকে পুনরায় ওই দোকানে পাটিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সিএনজি গাড়িতে তেল বিক্রি করে টাকা চুরি করেছে বলে অভিযোগ এনে রিয়াজ উদ্দিনকে বেদম মারধর করে দোকানের সওদাগর। এতে সে গুরুতর আহত হয়। এদিকে দোকান মালিক মাস্টার আবদুস সালামের দাবি, দোকানের ভেতরে রিয়াজ উদ্দিন বিষ খেয়েছে। স্থানীয়রা মেঝেতে পড়ে থাকতে দেখে হৈ-ছৈ শুরু করলে দোকান মালিক তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে পৌরশহরের সেন্ট্রাল হসপিটাল ও জমজম হাসপাতালে লাশ নিয়ে মালিক নিজেই দৌঁড়াদৌড়ি করেছে বলে তিনি দাবি করেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানিয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেবাশীষ সরকার ও স্থানীয় ইউপি সদস্য ইকবাল কবির খোকা। অন্যদিকে পরিবার বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।