চকরিয়ায় মাতামুহুরী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে পড়া রিয়াজউদ্দিন (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার বিকালে দিকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত রিয়াজ চকরিয়া পৌর এলাকার মৌলভীরচর গ্রামের হামিদ হোছাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নদীর তীরে খেলার পর বন্ধুদের সাথে গোসল করতে নামে রিয়াজ। এসময় সে নিখোঁজ হয়ে পড়ে। কয়েকঘন্টা সন্ধানের পর ভেসে ওটা তার মরদেহ উদ্ধার করে লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়ার লোকজন। তারা ওই শিশু জীবিত আছে কিনা দেখতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর মা আনজুমান আরা জানান, দুপুরে পাড়ার অন্য বন্ধুদের সাথে খেলতে যায় রিয়াজ। পরে খবর পাই সে নদীতে ডুবে মারা গেছে।