চট্টগ্রামে সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ চার হাজার ৯৩৫ কোটি টাকার ছয়টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন এবং অন্য পাঁচ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অক্সিজেন-কুয়াইশ সড়কের (বঙ্গবন্ধু এভিনিউ) শেষ প্রান্তে এক অনুষ্ঠানে একযোগে এসব প্রকল্প উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, শেখ হাসিনা সকাল ১১টায় হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসে নামবেন। সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেনাবাহিনীর অনুষ্ঠান শেষে সেনানিবাসেই তিনি দুপুরের খাবার ও নামাজ সেরে বিকেল ৩টায় চট্টগ্রামের কুয়াইশ এলাকায় নবনির্মিত দেশের সুউচ্চ বঙ্গবন্ধুর ম্যুরাল এবং বঙ্গবন্ধু এভিনিউর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই স্থান থেকে তিনি চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভার উদ্বোধন, বায়েজিদ-ফৌজদারহাট সড়কের নির্মাণকাজের এবং চট্টগ্রাম সিটি আউটার রিং রোডের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার নগরীর ও আর নিজাম সড়কের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চট্টগ্রামের ইতিহাসে এই প্রথম। সিডিএর ইতিহাসে বিরল ঘটনা। ২০০৮ সালে নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন দেশসেবার সুযোগ পেলে চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজে করবেন। প্রধানমন্ত্রী চট্টগ্রামের ব্যাপারে খুব দুর্বল, তাই বারবার তিনি চট্টগ্রামের জন্য উপহার নিয়ে আসেন।