চট্টগ্রাম ও কক্সবাজারের ১৭ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬৩টি কেন্দ্রে ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তবে দু’য়েকটি কেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ভোটকেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপানিছড়া কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী আবুল হোসেন রাজু ও ওমর হাকিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছে ৭ জন।
এছাড়া ভোট ডাকাতির অভিযোগে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে বিএনপি দলীয় প্রার্থী ফিরোজ খান চৌধুরী ভোটবর্জন করেছেন।
জেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকারের এ নির্বাচনে এবারই প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন ও কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ উপজেলার ১৬ ইউনিয়নসহ মোট ১৭ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নসহ কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফের ১৬ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ১৬৩টি ভোটকেন্দ্রের ৭৮৭টি ভোটকক্ষে ভোটাররা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।