৩৫ বছর পর ফের চমক হলিউডে। এটা বলার কারণ আসন্ন ‘টার্মিনেটর- ডার্ক ফেট’ ছবির পরিচালক এবার জেমস ক্যামেরন। অন্যদিকে এই অ্যাকশন ফিল্মে দেখা যাবে অ্যাকশন কুইন লিন্ডা হ্যামলিটনকে।
‘টার্মিনেটর ২’ ছবির পরিচালক ছিলেন জেমস ক্যামেরন। এবারেও টার্মিনেটর সিরিজের পরিচালক তিনি। তবে ছবিতে চমক আনতে ৬০ বছরের ডিভা লিন্ডাকে ফিরিয়ে আনছেন তিনি। আগের তিনটে সিরিজগুলির মতো শারা কোর্নারের ভূমিকাতেই দেখা যাবে তাকে। ছবির পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকারের ভূমিকাতেই আছেন ক্যামেরন। আসল গল্পটা কী, সেটা দেখা যাবে হলেই। তবে এই সিরিজে লিন্ডার মতো অ্যাকশন কুইনকে এনে তিনি যে আরও অনেক চমকই দিয়েছেন তা বলাই বাহুল্য।
Posted by Sayed Shakil on Monday, May 27, 2019