নিজেরা ধূমপান না করেও দেশে প্রতি বছর চার কোটি ২০ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। যার মধ্যে ৬৮ ভাগ পুরুষ ও ৩০ ভাগ নারী।
তামাকজাত দ্রব্য গ্রহনের ফলে দেশে প্রতি বছর ৫৭ হাজার মানুষ মারা যায় আর পঙ্গুত্ববরণ করে তিন লাখ ৮২ হাজার মানুষ। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে।
স্কুল কলেজ মাদরাসাসহ সকল প্রতিষ্ঠানে চালাতে হবে তামাক বিরোধী প্রচারনা।
সোমবার নাটোরের হাফরাস্তায় সাথী সংস্থার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ সেন্টার ফর ডেভোলপমেন্ট প্রোগ্রাম-বিসিডিপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধূমপান বিরোধী কোয়ালিশনের আহবায়ক ও নাটোর এনজিও এসোসিয়েশনের সভাপতি প্রভাতী বসাক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সেন্টার ফর ডেভোলপমেন্ট প্রোগ্রাম-বিসিডিপির নির্বাহী পরিচালক আলতাব হোসেন। অনুষ্ঠানে অনান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সাথী সংস্থার নির্বাহী পরিচালক শিবলী সাদিক ও সাংবাদিক আখলাক হোসেন লাল।