ভারতের বিভিন্ন পয়েন্টসহ চোরাই পথে দেশে বিদেশী লবন ঢুকে পড়ায় বাজারের দরপতনে আবারো হতাশ হয়ে পড়েছে টেকনাফের লবণ চাষীরা। অসহায় লবণ চাষীরা এই ব্যাপারে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যবসায়ী সুত্র জানায়-সীমান্ত উপজেলা টেকনাফের প্রায় ১০হাজার মালিক-শ্রমিক মিলে ৫হাজারের অধিক একর জমিতে লবণ চাষে নিয়োজিত রয়েছে। বিদেশ থেকে লবণ আমদানী বন্ধে সরকারের সিদ্বান্তের কারণে দেশীয় লবণের বাজার চাঙ্গা হয়ে উঠায় লবণ চাষীদের মুখে হাসির ঝিলিক দেখা দিলেও একটি শক্তিশালী লবণ চোরাকারবারী সিন্ডিকেট ভারতের বিভিন্ন পয়েন্টসহ সাগর পথে মিয়ানমারের লবণে আবারো সয়লাব হয়ে উঠতে শুরু করেছে স্থানীয় বাজার। এর প্রভাবে স্থানীয় বাজারে লবণের দাম পড়তে শুরু করায় বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। লবণ শিল্পের সঙ্গে জড়িত টেকনাফের প্রায় ১০হাজার মালিক-শ্রমিক এই ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যদের মাধ্যমে বানিজ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীসহ সকলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।